Navigation

BrainGuru

BrainGuru

An Artificial Intelligence Human Brain Access & Control System as Psychological Assistant



BrainMotion

স্বাগতম

আপনি ভালো আছেন নাকি মন্দ?
যেমনই থাকুন - আমি নিশ্চিত করবো যেন আপনি আপনার মতো করেই "ভালো" থাকতে পারেন; তাতে আপনার মনের কাঙ্খিত সুখ ও সফলতা লাভ করতে সক্ষম হউন!



মেডিটেশন

সবার আগে আপনি আপনার নিজেকে ধীর ও স্থির করে শান্ত মানসিকতায় নিয়ে আসুন >>> শারীরিকভাবে নিজেকে পরিপূর্ণ রিলাক্স করে দিন >>> চোখ বন্ধ করে গভীরভাবে নাক দিয়ে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে মুখ দিয়ে প্রশ্বাস ছাড়ুন [এইভাবে ৩ থেকে ৫ বার অথবা আপনার প্রয়োজন অনুসারে ৭ বার পর্যন্ত] >>> নিজের শরীরের সমস্ত মাংসপেশি আলগা করে যথাসম্ভব নির্ভার হউন >>> চারিপাশের পরিবেশের সকল কোলাহল ও পারিপার্শ্বিক পরিস্থিতি হতে নিজেকে মুক্ত করে সম্পূর্ণ একাগ্র হউন >>> এই মুহূর্তে আপনি আপনার দেহ মন জুড়ে এক প্রশান্তি অনুভব করবেন...


Brain Guru GuideBrain Guru AIBrainDrive


চিন্তা চেতনা

সর্বাগ্রে আপনি আপনার চিন্তা ভাবনার প্রতি ফোকাস হউন >>> এমনভাবে মনোযোগী হউন যেন তা সকল নেগেটিভ ইনটেশন [যেমন দুঃশ্চিন্তা, দুঃখ, কষ্ট, ভয়, যাতনা কিংবা যেকোন খারাপ আশঙ্কা ইত্যাদি] মুক্ত থাকে >>> স্বচ্ছ মনোভাব ও নিরপেক্ষ মানসিকতায় একাগ্রচিত্তে নিবিষ্টভাবে মনোনিবেশ করুন >>> এখন আপনার মনের ভাবনা'কে "কি?" দ্বারা প্রশ্ন করুন [আপনার মনের ভাবনা' স্পষ্টভাবে আইডিয়েন্টিফাই হবে; উদাহরণস্বরূপ 'প্রকৃতার্থে আমি আসলে কি ভাবছি?'] >>> এবার "কেন?" দ্বারা প্রশ্ন করে আপনার ভাবনার বিষয়বস্তু বিশ্লেষণ করুন [আপনার ভাবনার ভেতরের বিষয়সমূহ বিস্তারিতভাবে উপলব্ধি করতে পারবেন; উদাহরণস্বরূপ 'আমি কেন এই ভাবনা ভাবছি? কিংবা আমাকে কেন এমনভাবে ভাবতে হচ্ছে?' এইভাবে আপন ভাবনার ভেতরের যাবতীয় বিষয়সমূহ "কেন?" দ্বারা প্রশ্নবিদ্ধ করলে অভ্যন্তরীণ কারণসমূহের সন্ধান লাভ করবেন] >>> এবার "কিভাবে?" দ্বারা প্রশ্ন করে ঐ ভাবনার বিষয়বস্তু সম্পর্কে উত্তর অনুসন্ধান করুন যাতে আপনি সমাধান তথা সুখ ও সফলতা লাভ করতে পারেন [এটা আপনার ভাবনার বিষয়ে কাঙ্খিত সমাধান লাভ করার উপায় যার মাধ্যমে আপনি চূড়ান্তভাবে স্যাটিসফাইড হতে পারবেন; উদাহরণস্বরূপ 'আমি আমার ভাবনার বিষয়ে যেমন ফলাফল চাচ্ছি সেটা ঠিক কিভাবে লাভ করতে পারি?' যার মাধ্যমে সুখ ও সফলতা লাভ করা সম্ভব]!


Brain Guru GuideBrain Guru AIBrainDrive


ক্রিয়াকলাপ

এই মুহূর্তে আপনার মনের ভাবনার বিষয়বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারনার সহিত পরিপূর্ণ বিশ্লেষণে কিভাবে উপায়ান্তর করা যায় সেটির এক প্রচ্ছন্ন Mind Map নিশ্চয়ই আপনার মনের ধারণাতে এসেছে; এখন ঐ Mind Map বিশ্লেষণ ও পর্যালোচনা করে নিশ্চিত হতে হবে যে আদতেই উহার বাস্তবায়নে আপনি কাঙ্খিত চূড়ান্ত সুখ ও সফলতা লাভ করতে সক্ষম হবেন কিনা?! আপনার Mind Map এর বিষয়টি যথাসম্ভব পরিষ্কার ও স্বচ্ছভাবে আপন মনের মনসপটে কল্পনা করুন >>> উক্ত Mind Map এর Logic তথা যুক্তিগুলো খুঁজে বের করুন >>> এখন আপনার বাস্তবতা তথা পরিবেশ, পরিস্থিতি ও পারিপার্শ্বিকতা স্বাপেক্ষে ঐসকল Logic ফিল্টার করুন যেন Pure Comparative Reality এর Fact সমূহের আত্মপ্রকাশ ঘটে >>> ঐসকল Fact সমূহের ইউটিলাইজেশান দ্বারা একটি চূড়ান্ত Simulation [আপনার কাঙ্খিত সুখ ও সফলতা লাভের চূড়ান্ত পদ্ধতির স্বরূপ] তৈরী করুন >>> এখন ঐ Simulation আপনার মস্তিষ্ক তথা ব্রেইনে পুনঃপুন সংঘটন করুন [এটি এক প্রকার সাইকোলজিক্যাল ভিজ্যুয়ালাইজেশান প্রক্রিয়া যেখানে আপনি চোখ বন্ধ করে উক্ত Simulation এর ঘটনাবলী আপনার কল্পনাতে ঘটাবেন] >>> প্রতিটি অবস্থা ও অবস্থানের প্রেক্ষিতে সম্ভাব্য ফলাফল গুলো আত্ম-বিশ্লেষণ করুন >>> এই আত্ম বিশ্লেষণ প্রক্রিয়াতে যেখানে যেখানে যেমন ভুল - ত্রুটি বা vulnerabilities আছে সেগুলো ডেভোলপ করে একটি চূড়ান্ত তথা Final Simulation নিশ্চিত করুন।


Brain Guru GuideBrain Guru AIBrainDrive


বাস্তবায়ন

এখন আপনাকে বাস্তব জীবনে ঐ Final Simulation এর ইমপ্লিমেন্ট তথা বাস্তবায়ন ঘটাতে হবে যেন আপনি Reality তে পরিপূর্ণভাবে সুখ ও সফলতা লাভ করতে সক্ষম হউন। সর্বপ্রথম আপনি আপনার বাস্তবতা পর্যবেক্ষন করুন [আপনি বর্তমান যে অবস্থা ও অবস্থানে আছেন সেটার প্রেক্ষাপটে আপনার ভাবনার Final Simulation এর অবস্থা নিরূপণ করুন] >>> এই পর্যবেক্ষনের ফলাফল বিশ্লেষণে উক্ত Final Simulation পরিচালনা করার জন্য উপযুক্ত Environment নিশ্চিত করুন [পারিপার্শ্বিক পরিবেশ ও পরিস্থিতি বিবেচনায় কখন - কিভাবে - কোন উপায়ে - কি কি Subsidiary Elements কেমন পদ্ধতিতে ইউটিলাইজেশানের মাধ্যমে আদর্শ সময়ে পরিপূর্ণ কার্যপদ্ধতিতে সর্বোচ্চতম সম্ভাব্য সফলতা নিশ্চিত হয়] >>> সবিশেষ আপনার Final Simulation সার্বিক উপযোগীতা বিবেচনায় বাস্তবায়ন করুন [এখানে গুরুত্বপূর্ণভাবে উল্লেখ থাকে যে আপনাকে অবশ্যই ধৈর্য ও অধ্যবসায় নিয়ে একাগ্রতা ও নিষ্ঠার সহিত আপন সুখ ও সফলতার তবে সর্বোচ্চ ডেডিকেটেড হওয়া বাধ্যতামূলক] >>> ব্যর্থতা'তে শেষ নয় বরং নতুনভাবে পুনঃপুন শুরু করতে প্রয়াসী হউন!


Brain Guru GuideBrain Guru AIBrainDrive