আপনি আপনার Mind Subject এর সফলতা লাভে Mind Vignette এর ছক তৈরী করতে নীলনকশা প্রণয়ন করুন যাতে মূল উপাদন তথা Element হিসেবে Verb এর স্বরূপ ক্রিয়ামূল হবে Intelligence তথা বুদ্ধি; এই বুদ্ধির প্রয়োগে একটি ইউনিভার্সাল সিমুলেশান আপন ব্রেইনে সাইকোলজিক্যালি রিয়েলাইজ করুন "আপনার Mind Subject - তে সফলতা বা স্যাটিসফেকশান গেইন এই মুহূর্তে একটি Healthy Logic আছে >>> এই Healthy Logic এর সহায়তায় একটি Mind Scheme তৈরী করতে আপনার অবস্থা,অবস্থান, অবস্থিতি, প্রেক্ষাপট, পারিপার্শ্বিকতা, পরিবেশ, অতীত, বর্তমান, অনাগত ভবিষ্যত ইত্যাদি সকল কিছুর সঠিক ব্যবহারের মাধ্যমে একটি Plan তৈরী করুন [Planning বিষয়টি হয়তো একটু জটিল মনে হতে পারে তাই এখানে উদাহরণের আবশ্যকতা বিবেচনা একটি প্রকল্প কল্পনা করুন....মনে করুন আপনি একটি মুভি তৈরী করছেন যেখানে আপনি পরিচালক - এমনভাবে সেই সিনেমা তৈরী করতে হবে যাতে থ্রিল কিংবা সাসপেন্স, ইমোশন কিংবা প্রেম, সংঘাত কিংবা জীদ ইত্যাদি (সাবকনশিয়াস অবস্থিতি) যেমন যখন যেভাবে যতোটুকু প্রয়োজন সেটার ততোটুকু প্রয়োগে পূর্বক উল্লেখিত অবস্থা,অবস্থান, অবস্থিতি, প্রেক্ষাপট, পারিপার্শ্বিকতা, পরিবেশ, অতীত, বর্তমান, অনাগত ভবিষ্যত ইত্যাদির স্বার্থক Logical সেটআপে (কনশিয়াস অবস্থিতি)যে কাহিনি সূত্রপাত ঘটবে তাতে পরিচালক হয়ে যেমন আপনি Success গেইন করবেন তেমনি নায়ক হয়েও যেন Satisfaction হাসিল করতে পারেন] >>> এখন আপনি এই Mind Scheme এর প্ল্যানিং এর ধাপগুলি আপন মনে বারবার এবং পুনঃপুন আপন কল্পনাতে সিমুলেট করুন তাতে যে যে স্থানে যেমন Vulnerability বা দূর্বলতা দেখা যাবে সেটার Development পূর্বক আরও উন্নত এবং উৎকর্ষতাপূর্ণ Mind Scheme এর অবতারণা করবেন। এখন আমাদের প্রয়োজন হবে আপনার অবচেতন মনের সহায়তায় এই Mind Scheme এর সফলতা লাভে এক নিগূঢ় সাধনা [এখানে সাধনা বলতে আধ্যাত্মিকতা'কে বোঝানো হয়নি বরং আপন মনের আত্মবিশ্বাস ও আত্ম প্রত্যায়ী ইত্যাদি চেতনাকে মোটিভেশানের মাধ্যমে স্পার্ক তৈরীতে মেডিটেশানের দ্বারা সংকল্প তৈরীর প্রয়াসকে ইঙ্গিত করা হয়েছে মাত্র]; চলুন....