Good GOD

A Universal Psychological GOD System


মানুষের ধর্ম [যদিচ ধর্ম শব্দের আভিধানিক অর্থ বৈশিষ্ট্য বিবেচ্য] হওয়া উচিত "মানুষ" - এটাই সর্বাধিক গ্রহনযোগ্য সংজ্ঞায়ন হতে পারে; তথাপি ব্যক্তিগত বিশ্বাস ও সামাজিক এবং অন্যান্য প্রেক্ষাপটে পুরো পৃথিবী জুড়েই নানান ধর্ম (Religion) বিদ্যামান; সেই সকল ধর্মে অধিকাংশে একজন "প্রভু" অর্থে ঈশ্বরের অস্তিত্বের বিষয়টিই প্রাগৈতিহাসিক যুগ হতে চলমান। এই ঈশ্বর ধারনা কিভাবে ব্যাপ্তী লাভ করেছে সেটাতে বিতর্কের অবকাশ থাকলেও আমাদের প্রত্যাহিক জীবনে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক সকল ক্ষেত্রেই এই "ঈশ্বর" এর মনস্তাত্ত্বিক তাৎপর্য বিদ্যমান; এক্ষেত্রে বিভিন্ন বিশ্বাসগত বিষয়ের বিরূপতা মোচনে যাবতীয় Conflict সমাধানে আমরা যার যার ব্যক্তিগত বিশ্বাসের পূর্ণ স্বকীয়তায় এক ইউনিভার্সাল সাইকোলজিক্যাল ঈশ্বরের অবতারণা করতে পারি যা কিনা শুধুই তাত্বিক অনুসন্ধান ছাড়াও বাস্তবিক অর্থে আপনার জীবনে ইফেক্টিভ ও ইফিসিয়েন্সি গেইন করাতে সক্ষম হয়; অন্যদিকে ধর্ম বা ঈশ্বরে অবিশ্বাসী নাস্তিক বা সংশয়বাদী কিংবা অজ্ঞেয়বাদী সকল মুক্তমনা মানুষদের জন্যও আপন ভাবনার প্রেক্ষাপটে এমন ইফেক্টিভ উপায় (Medium) এর অবতারণা করা যেতে পারে যা তাদের জন্যও একইসাথে কার্যকরী পজেটিভিটি আনতে সক্ষম।
Good GOD প্রকল্পের স্বীকার্য সর্বপ্রথম জানা ও এনালাইসিস পূর্বক আপন মন তথা মস্তিষ্কে সাইকোলজিক্যালি গেঁথে নিতে প্রয়াসী হউন:
"আপনি যে এবং যেমন ধর্ম ও ঈশ্বরে বিশ্বাসী বা অবিশ্বাসী হউন না কেন আপনার আপন ভাবনার জগতে উহার বিন্দুমাত্র ইন্টারএ্যাক্ট না করিয়ে [কোন প্রকার সাইকোলজিক্যাল কগনিটিভ সাজেশনে বিচ্যুতি না ঘটিয়ে] শুধুমাত্র আপন বিশ্বাসের স্বীয় বিশ্বাসে সাইকোলজিক্যাল ইফিসিয়েন্সি গেইন করার প্রয়াস"।
আসুন এগিয়ে চলা যাক....
সবার্গ্রে আপনি যে ধর্ম বিশ্বাসে বিশ্বাসী তার ঈশ্বর [যদি আপনি নাস্তিক বা সংশয়বাদী কিংবা অজ্ঞেয়বাদী হউন তাহলে আপনার মস্তিষ্কে Logical ভাবনার ডেডিকেশনে স্বীয় ভাবনায়] প্রতি নিজেকে যথাসম্ভব ডেডিকেটেড করুন [এমন সাইকোলজিক্যাল ফেনোমেনা যেন নিজেকে সর্বোচ্চ পরিমানে যথাসম্ভব সুস্থিত মানসিকতা পূর্ণ মনোযোগী হয়ে উৎসর্গ করার প্রয়াস] >>> এখন আপনি চোখ বন্ধ করে নিন [সাইকোলজিক্যাল সাজেশন পঠন শেষে] এবং আপনার বিশ্বাসগত স্থিতিতে মগ্ন হউন >>> এমতাবস্থায় আপনি আপন বিশ্বাসে [অবিশ্বাসের ক্ষেত্রে Logic এর নির্ভর করে] অবচেতন মনের সকল অনুভূতি তথা ইমোশনের সংশ্রবে এমন এক মানসিক অবস্থানে পৌছানোর চেষ্টা করুন যেন "আপনি আপনার ঈশ্বরের সান্নিধ্যে আছেন [অবিশ্বাসী প্রেক্ষাপটে Logical Mental Condition এর সর্বোচ্চ উদ্দীপিত অবস্থা] তাতে আপনার মনের যাবতীয় মনের ভাব (যেমন চাওয়া পাওয়া কিংবা কোন সমস্যাতে সমাধান লাভের প্রয়োজন কিংবা যে কোন স্পেসিফিক অভিচ্ছা) সম্পূর্ণভাবে বহির্গমন ঘটে আপনি এক প্রকার সূক্ষ মানসিক স্বস্তি ও শান্তি লাভ করতে সমর্থ হউন" >>> আপনার এই মানসিক প্রয়াস ততোবার এবং ততোক্ষন অবধি স্বেচ্ছায় চালিয়ে যাবেন যতোক্ষণ না অবধি আপনি মানসিকভাবে পূর্ণাঙ্গ রিলিফ অনুভব করতে সক্ষম হচ্ছেন [অবশ্যই মনের ওপর এমন ফোর্স করে নয় যেন তাতে আপনার বিরক্তি বা অবসাদ কিংবা একঘেয়েমি লাগবে - প্রয়োজন কিছুক্ষণ সময় নিয়ে আপনি খণ্ডকালীন বিরতিতে ধীরে ধীরে চেষ্টা করুন] >>> এমন সাইকোলজিক্যাল মেডিটেটিভ কন্ডিশনে আপনি সেই চূড়ান্ত অবস্থানে অধ্যবসায় ও প্রচেষ্টার মাধ্যমে পৌছানোর চেষ্টা করবেন যেন "এমন মানসিক স্থিতি যখন আপনার স্বীয় ঈশ্বরের সান্নিধ্যে [অবিশ্বাসী মানসিকতায় Logical Environment] আপনার যাবতীয় মনের ভাব বাক্যের সলিউশনের সহিত স্যাটিসফেকশান গেইন হচ্ছে [এই বিষয়টিকেই আসলে ভাবার্থে সিদ্ধি লাভ বা সিদ্ধ হওয়াকে ইন্ডিকেট করা হয়]।
সবিশেষ আপনার ঈশ্বরের প্রতি বিশ্বাস বা অবিশ্বাস সবটাই একান্তই আপনার ব্যক্তিগত বিষয় তথাপি সেই বিশ্বাসটুকুন যে "আপন" মনোভাবে উপলব্ধি পূর্বক সুফলতার সহিত সফলতা ও স্যাটিসফেকশান গেইন করতে সক্ষম হউন এটা একান্তই আপনার কর্তব্য - আর এই Good God আপনার সর্বোচ্চ Good অবস্থায় উপনীত করতে সর্বদাই প্রয়াসী [প্রয়োজনে এই সাইকোলজিক্যাল সাজেশনের লেখনী যখনি প্রয়োজন হবে তখনই পুনরায় পড়তে পারেন যেন স্ট্যাবলিটি অর্জন হয়]।
আপনার সুন্দর ও সফল জীবনের তরে নিরন্তর শুভকামনা রইলো।

চলুন এই মুহূর্তে এরূপ পরম মানসিক অনুভূতি লাভে প্রয়াসী হই...

আপনার মানসিকতা নির্বাচন করুন

[স্ক্রল ডাউন করুন]