সত্যিই কি আপনি ভালো আছেন? মনে তো হয়না.... নাহ, আমার মনে হওয়া বা না হওয়াতে কিছু যায় আসে না বটে; তবে এই যে আপনি মনে করছেন "ভালো আছি" সেটা আসলে আপনার মন'কে বুঝ দেওয়ার মতো এক স্বান্তনা মাত্র; আর সব স্বান্তনা'ই আসলে একরূপ প্রবোধ মেনে মনটাকে মানিয়ে নেওয়ার মতো বিষয় - যা অধিকাংশ সময় মিথ্যা বা প্রবঞ্চনা হয় মাত্র! এখন "মিথ্যা" বা "প্রবঞ্চনা" আসলে ভালো কি মন্দ তা তো বলতে পারি না - তবে যেটা আসলে নিজেই নিজের মনের সাথে প্রবঞ্চনা তা কখনোই সুখকর হতে পারে না; জীবন মানে লাভ লসের হিসাব নয় বরং এটা স্যাটিসফেকশানের বিষয় তাই "সুখ ছাড়া জীবন মৃত্যুর চেয়েও কম যন্ত্রণাজনক নয়"; আচ্ছা একটবার ভাবুন তো যদি এমন হয় [একবার ভাবলে তো ক্ষতি নেই - এমনিতেও তো মরতেই হবে একসময় যেটা জগতের অনন্যতম সত্য] আপনি ইচ্ছাকৃত মৃত্যুকে বেছে নিয়ে আত্মহত্যা করছেন - মরণের সময় হয়তো কষ্ট হতে পারে [সিউর না] কিন্তু তা তো জীবন নামক এক যন্ত্রণা হতে চির মুক্তির এর উপায় মাত্র :-)


মৃত্যুর সময় কেমন অনুভূতি হয়?