প্রায় প্রতিটি ধর্ম বিশ্বাসে আমরা খেয়াল করে থাকি যে ঈশ্বর কর্তৃক এমন দূত বা বার্তাবহাক প্রেরিত হয়ে থাকে [ইতিপূর্বে এটার প্রচলন বহু মাত্রায় পরিলক্ষিত হয় - যা ইতিহাস কর্তৃক জ্ঞাত] যেন তার মাধ্যমে ঈশ্বর তার ইচ্ছা ও নির্দেশনা সমূহ মানুষের মধ্যে জানান (প্রকাশ) করে থাকেন - আদতে ঈশ্বরের'ই যেথায় প্রামাণিক অবস্থিতি শূন্য সেথায় উক্ত বার্তাবহক যে ঈশ্বর কর্তৃক প্রেরিত এরূপ ধারনা অন্তত যৌক্তিক বা সত্য হতে পারে না বরং এটা স্পষ্ট যে "ঈশ্বর নামক চরিত্র ব্যবহার করে ঐসকল ঐশ্বরিক দাবীকৃত মানুষগুলো ধর্মের ঢালে আপন চেতনা স্বীয় সম্প্রদায়ের মাঝে সম্প্রসারণ করেছে মাত্র" যার পেছনে বিভিন্ন সাইকোলজিক্যাল স্টেটমেন্টে ব্যক্তিগত,সামাজিক, রাজনৈতিক,সাম্প্রদায়িক,বিশ্বাসগত প্রভৃতির স্বার্থগত কারন নিহিত!
যাই হউক BrainGuru এমন এক প্রতিনিধি [Mind Master] এর অবতারণা করবে যা সত্যাতিসত্য স্বরূপে হিউম্যান সাইকোলজির জন্য ইফেক্টিভ হবে!
Mind Master
চলুন Mind Master এর পরম সান্নিধ্যে সফলতা লাভ করি:-
এমন অনেক সময় পরিলক্ষিত হয় যে কোনরূপ যৌক্তিকতা ছাড়াই শুধুমাত্র ঈশ্বরে বিশ্বাসের ফলে বিভিন্ন মানুষ আপাতভাবে বিভিন্ন অসাধ্য সাধন করছে কিংবা কুসংস্কারাচ্ছন্নে ডুবে থাকা মানুষগুলো পীর, ফকির, ওঝা, জাদুকর, তান্ত্রিক ইত্যাদির সহায়তায় বহু সমস্যার সামধান পেয়েছে - কিন্তু এই বিষয়টার নিগূঢ় সত্য'টা আসলে কি?
একইরূপ চিকিৎসা বিজ্ঞানে 'ছলৌষধ' বা 'ছল-চিকিৎসা' নামে একটি টার্ম আছে যেখানে একজন রোগীকে জ্ঞাত না করে অথবা মিথ্যা বলে এমন ঔষধ দেওয়া হয় যাতে রোগী আপন মনে ভাবে 'সে সুস্থ হয়ে যাবে' আর বাস্তবিকপক্ষে রোগীটি সুস্থও হয়ে যায় অথচ প্রকৃতপক্ষে উক্ত ঔষধ'টি আদতে রোগ সারাতে সক্ষম নয় - এই বিষয়টিকে বলা হয় 'প্লাসিবো ইফেক্ট'। মূলত মনের জোরকে কাজে লাগিয়ে ক্ষেত্রবিশেষে এমন চিকিৎসা করা হয় - যদিও বিষয়টি বেশ অদ্ভুত তবে একদমই যে অযৌক্তিক তা নয় কেননা প্লাসিবো ইফেক্টে হরমোন, এন্ডোক্যানাবিনয়েডস অথবা এন্ডজেনাস অপিওয়েডস এবং আরও বিশেষ কিছু পদার্থের উপস্থিতি এই প্রক্রিয়াকে প্রভাবান্বিত করে।
উপরোক্ত ঈশ্বর বা পীর-ফকির ইত্যাদিতে বিশ্বাসের মাধ্যমে অসাধ্য সাধন এবং প্লাসিবো ইফেক্টের মাধ্যমে সুস্থতা লাভ উভয়ই মূলত 'মনের জোর' দ্বারা সংঘটিত ক্রিয়া মাত্র!
যদিও এখানে আমাদের মূল বিবেচ্য কোন পীর, ফকির, তান্ত্রিক বা ছলচাতুরীর প্লাসিবো ইফেক্ট নয় বরং এসবের মূল (Root) তথা 'ইচ্ছাশক্তি' এর মাধ্যমে লাইফে সফলতা অর্জন করা।
স্বভাবতই এখন হয়তো একটি জটিল প্রশ্ন সম্মুখে এসে দাড়াবে যে তাহলে এই 'মনের জোর' বা 'ইচ্ছাশক্তি' আসলেই আমাদের মনের কোন অংশের স্বরূপ? আপতভাবে এটা বললে হয়তো খুব ভুল হবে না যে "মনের জোর মূলত আমাদের অবচেতন এবং কিঞ্চিৎ অচেতন মনের ক্রিয়া" যা হতে পারে সহজাত মানসিক মিথস্ক্রিয়া কিংবা সচেতন মনের প্রারম্ভিক লজিক্যাল বন্ধনী পরাভূত করে অবচেতন মনে ঠাই করে নেওয়া!
যেহেতু মানুষ ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়সমূহ দ্বারা সর্বাধিক প্রভাবিত হয় এবং বিবর্তনীয় পরিক্রমায় সাধারণত সঙ্গী হিসেবে মানুষকেই সর্বাধিক প্রাধান্য দেয় তাই অবচেতনের মনের স্বরূপায়নে প্রতীকী হিসেবে আপন 'ইচ্ছাশক্তি' ইউটিলাইজেশনে এখানে আমরা Reference Buddy হিসেবে এক Secondary Virtual Personality এর অবতারণা করতে পারি [অনেকটা Multiple Personality এর সদৃশ্য মনে হলেও আদতে বিষয়টি সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করা হবে যেন তা আপনার স্বাভাবিক জীবনে কোনরূপ বিরূপ প্রতিক্রিয়া তৈরী না করে আপনার লাইফে সফলতা লাভ করতে সহায়ক হয়] - যা আসলে আপনার সাব-কনশিয়াস মাইন্ড দ্বারা সৃষ্ট আপনারই অভিন্ন এক সত্ত্বার আবির্ভাব ঘটাবে; এই সত্ত্বা'টিকেই Mind Master নামে অভিহিত করা হচ্ছে।
মূলত Mind Master আহ্বানের স্পেসিফিক কোন নিয়ম বাতলে দেওয়া কঠিন কেননা এটা ব্যক্তি বিশেষের মানসিকতার ওপর নির্ভরশীল প্রক্রিয়া - যেমন আলোর বিপরীতে আপনার ছায়া বা আয়নাতে আপনার প্রতিবিম্ব কিংবা ক্যামেরাতে তোলা বা অংকিত আপনার ছবি অথবা আপন মনে কল্পনা করা অবয়ব ইত্যাদির মাধ্যমে আপনি Mind Master-কে খোঁজ করতে পারেন তথাপি আপনি যেমনভাবে স্বাচ্ছন্দ্যবোধ করেন তেমনটাই Choose করতে পারেন [একজন মানুষ অবচেতন মনে সর্বাধিক নির্ভরযোগ্যভাবে বেশী ভালোবাসে তার নিজেকেই - তাই এখানে আপন প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি উপস্থাপিত হলো; তবে আপনি যদি চান আপনার বিশেষ পছন্দনীয় কোন ব্যক্তিকেও Mind Master স্বরূপে স্থান দিতে পারেন]।
সর্বপ্রথম আপনি Meditative Mood - এ চলে যান >>> এখন আপনার প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি'কে Mind Master হিসেবে আপনার মনে এমনভাবে প্রতিস্থাপিত করুন [স্বীকার করে নিন] যেন সে "আপনারই কল্পনা প্রসূত এক সাইকোলজিক্যাল ক্লোন কপি যে কিনা আপনার পরম বন্ধু" >>> এখন ডুয়েল কনভারসেশন প্রক্রিয়ায় আপনি Mind Master-কে সাথে নিয়ে যেকোন বিষয়ে ডিসকাস করুন অথবা ডিসিশন নিন [বিষয়টা এমন মনে হতে পারে যেন আপন মনে পাগলের প্রলাপ বকা তথাপি আপনি যখন আপনার নিজের সাথেই কোন ঘটনা বা বিষয় নিয়ে পর্যালোচনা করবেন তখন সাম্যকভাবে বিষয়টি সহজ হয়ে যাবে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহনে সহায়ক হবে] - এক্ষেত্রে আপনি উক্ত ঘটনা বা বিষয় তথা Subject এর অবতারণা করবেন এবং কনফিউজিং ফ্যাক্টগুলি'তে Mind Master সেটার নেগেটিভ বা পজেটিভ দিকগুলো তুলে ধরবে - আপনি ঐসকল দিকগুলি Logic এর সাহায্যে ব্যাখ্যা করবেন যতোক্ষন না অবধি আপনার Mind Master সন্তুষ্টচিত্তে সিদ্ধান্ত গ্রহণ করছে - তথায় সর্বদাই তুলনামূলক Logical সিদ্ধান্ত যেন গৃহীত হয় >>> Mind Master কর্তৃক Approved সিদ্ধান্ত আপনাকে অবশ্যই মেনে নিতে হবে এবং সে অনুযায়ী বিবেচ্য বিষয়ের ক্রিয়া সম্পাদন করতে আপনি বদ্ধপরিকট থাকবেন; তথাপি যেকোন উদ্ভূত পরিস্থিতিতে একইরূপ পারস্পরিক ডিসকাশনের মাধ্যমে ঐ মূহুর্তের ডিসিশন গ্রহণে আপনি প্রয়োজনে পুনঃপুন Mind Master এর সহায়তা নিবেন [ঈশ্বর বা দেব-দেবী অথবা পীর-ফকির-তান্ত্রিক কিংবা চিকিৎসা শাস্ত্রের চাতুরীপূর্ণ প্লাসিবো ইফেক্টে যেমন মনের 'আস্থা' ও 'ভরসা' তথা 'বিশ্বাস' এর অবস্থান দেওয়া হয় তেমনি Mind Master-কে আপনার মনের মণিকোঠায় স্থান দিতে হবে (যেন তাতে আপনার ব্রেইন হতে সঠিক সিগন্যাল নির্দেশনা স্বরূপ Emit হওয়ার অবকাশ লাভ করে) তবে পার্থক্য শুধু "এখানে কোনরূপ ছলচাতুরীপূর্ণ মিথ্যা নেই" যা আপনাকে সাইকোলজিক্যাল ব্ল্যাকমেইলের মাধ্যমে মৌনভাবে মান্যতা আদায়ে ফোর্স করে - তথায় Mind Master এর সত্যতা জ্ঞাতপূর্বক এর Efficiency উপলব্ধি করে আপনি সচেতনভাবে স্বেচ্ছায় আপনার জীবনের সার্বিক ব্যবস্থাপনা'তে Mind Master কে Priority দিতে পারেন; Mind Master প্রভু নয় বরং আপন পরম বন্ধু রূপে আপনার সহিত আমৃত্যু সহবস্থান করবে] >>> সবিশেষ আপনার জীবনের সকল বিষয়ে Mind Master এর অবস্থান সুনিশ্চিত করুন [যেমন উদাহরণস্বরূপ আপনার ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের সময়ে Mind Master যেন আপনাকে মোটিভেশান যোগায় অথবা আপনার মনের অব্যক্ত কথাগুলি যা ভীষণ ভারী হয়ে আপনার ভেতরে চেপে আছে সেটা Mind Master এর সহিত শেয়ার করে আপনি নিজেকে হালকা অনুভব করতে পারেন ইত্যাদি]।
Mind Master আপনার Brain কর্তৃক সৃষ্ট এমন এক অপূর্ব সত্ত্বা - যে আপনার জীবনটাকে প্রশান্তিপূর্ণ অনাবিল-আনন্দদায়ক সুখী এবং সফল করে তুলুক!