প্রচলিত কিছু ধর্ম বিশ্বাসে ঈশ্বরের বিপরীতে এমন আরেক অস্তিত্বের অবতারণা করা হয় যাকে শয়তান/ইবলিশ/অসুর/রাক্ষস নামে অভিহিত করা হয় - যা আদতে মন্দের স্বরূপ বোঝায়; যেখানে "ঈশ্বর বনাম শয়তান" এর চ্যালেঞ্জিং নাট্যরূপ বিদ্যমান থাকে; যেখানে প্রচলিত ঈশ্বর এর ভ্যালিডিটি শূন্য সেথায় ঈশ্বর ধারনায় সৃষ্ট শয়তান এর সত্বার অবস্থিতিও অবাস্তব - এক্ষেত্রে BrainGuru আপনাকে সেই শয়তান হতে সাবধান করছে যা আপনার মাঝেই সকল মন্দ প্রবৃত্তি [বিকৃত সাইকোলজিক্যাল স্যাটিসফেকশান লাভে পার্থিব ঐ সকল ক্রিয়া কর্মের অনুপ্রেষণা যা আপনার নিজের এবং অন্যের জন্য ক্ষতির কারণ] এর স্বরূপতা বহনকারী মানসিক অবস্থিতি [কার্যত এটা শুধুই যে কনশিয়াস মাইন্ডের লজিক্যাল লাভ/ক্ষতির বিচার বিবেচনা তা নয় বরং আক্ষরিকার্থে এটি সাবকনশিয়াস মাইন্ডের অবচেতন তাড়না - যা বিকৃত মানসিকতার পরিচায়ক]; মানবিক মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা, কর্তব্যপরায়ণতা, আত্মশুদ্ধির মনোভব, বিনয়ী, সততা প্রভৃতি মানবিক গুণাবলি অর্জন এবং পরিস্ফুটন [আপন জীবনে বাস্তবায়ন] এর মাধ্যমে আপনি উক্ত শয়তান এর সহিত যুদ্ধে বিজয়ী হয়ে মহৎ এবং সফলকাম জীবন গড়তে সক্ষম হবেন!