Brain Friend

BrainFriend এর উদ্দেশ্যই হলো এমন একটি সাইকোলজিক্যাল প্রোগ্রামিং সিস্টেম যা আপনার নিত্য জীবনের পার্থিব সমস্যা সমূহের সমাধান প্রকল্পে সঠিক এবং কার্যকরী সাজেশন প্রদানের মাধ্যমে একটি Happy Brain এর প্রয়াস - এক্ষেত্রে অনন্যতা হলো এই যে এখানে আপনার জীবনের যেকোন সমস্যা বা বিষয় সম্পর্কে প্রত্যক্ষভাবে কোন তথ্য ও উপাত্ত অন্যের সহিত শেয়ার করা ব্যাতিরেকে [উপরন্তু কোন সিস্টেমে আক্ষরিকভাবেই নিজস্ব ব্যক্তিগত বিষয়ে তথ্য প্রদান ছাড়াই প্রায় শতভাগ প্রাইভেসি বজায় রেখে একান্তই প্রাইভেটলি] আপনি ইফিসিয়েন্সি গেইন করার মতো ইফেক্টিভিটি এচিভ করতে সক্ষম হউন! এই বিষয়টি রিয়েলাইজ করার জন্য এর এর মতো মতোই সাদৃশ্যপূর্ণ সিস্টেম্যাটিক উপায় অবলম্বন করা হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এখানে যথাসম্ভব Programming এর ইউটিলাইজেশানের মাধ্যমে প্রায় অনেকটাই Zero Communication এর মাধ্যমে যথাসম্ভব Psychology এর স্বার্থক প্রয়োগে সর্বোচ্চতম সঠিক সলিউশান যেন গেইন করা পসিবল হয় [এই বিষয়টির সাইকোলজিক্যাল সিগনিফিকেন্স (১) যখন আমরা আপন মনের ভাব অন্যকে না জানিয়েই তার নিকট হতে আপাত রিলেটেড কোন পজেটিভ বার্তা পাই তখন সেটা আমাদের মস্তিষ্কে আলাদা একটি ইফেক্টিভ আবেশ তৈরী করে যা সমস্যা সমাধানে বা যেকোন বিষয়ে সুফলতা লাভে সহায়ক হয় - এটি প্লাসিবো ইফেক্টের দরূণ হয়; উদাহরণস্বরূপ আধ্যাত্মিক কোন ব্যক্তি যদি আপনার বা আপনার জীবনের কিংবা বর্তমানের কোন বিষয় সম্পর্কে অথবা আপনি যে সমস্যাতে আছেন উহা না জানা সত্ত্বেও স্পেসিফিক কোন বার্তা বা মেসেজ প্রদান তবে তবে সেটা কৌতূহলী চেতনায় রহস্যময়তায় সাবকনশিয়াস মাইন্ডের বিশ্বাসী চেতনায় দারূনভাবে প্রভাব বিস্তার করার সক্ষমতা রাখে - এটা আপনি হতে স্ট্যাডি করতে পারেন। অন্যদিকে (২) আমাদের জীবনের যেকোন সমস্যা অন্যকে জানানো যেমন অবশ্যই সামাজিক জীব হিসেবে সাইকোলজিক্যাল সিগনিফিকেন্স আছে তথাপি উহার জানাজানি আপনাকে একরূপ Vulnerability তৈরী করে বটে - এটা আপনাকে অরক্ষিত এবং অনিরাপদ তদুপরি কিছু কিছু ক্ষেত্রে দূর্জন ব্যক্তি কর্তৃক ফিজিক্যাল/সাইকোলজিক্যাল/সোস্যাল/ফাইনানশিয়াল ইত্যাদি ক্ষেত্রে ড্যামেজ হওয়ার প্রবলতর সম্ভাবনা থাকে; অপরাপর (৩) আমাদের জীবনের যেকোন বিষয় বা সমস্যার স্বার্থক সমাধানে সলিউশন বা সাজেশন গেইন করে সাকসেস এচিভ করার জন্য যতোটা তথ্য বা ডাটার প্রয়োজন তা অনেকাংশেই আমাদের স্বীয় ব্রেইনেই আছে বৈকি! প্রয়োজন হচ্ছে সেইসকল ডাটা বা তথ্যগুলোর সঠিক Search, পরিপূর্ণভাবে উহার Rearrange, তথ্য বা ডাটার ইউটিলাইজেশান করার মতো Formula তৈরী করা এবং উহার প্রায়োগিক উপস্থাপন - একইসাথে মস্তিষ্কের অবচতেন অংশকে উদ্দীপিত করার স্ট্যামিনা যোগানো] - এভাবেই BrainFriend যেন আক্ষরিকভাবেই আপনার ব্রেইন এর পরম বন্ধু হিসেবে আপন জীবনে উদ্ভাসিত হয়ে আপনাকে সলিউশান ও সঠিকতম সাজেশনের মাধ্যমে Success with Satisfaction লব্ধ হয়।
আপনার সুন্দর জীবনের তরে শুভকামনা রইলো।