আপনি যে বিষয়টি আপন মনে ভাবছেন বা কল্পনা করছেন কিংবা যে সমস্যাটির যেমন সমাধান আশা করছেন অথবা আপনার মনের যেকোন বিষয় যাতে ইফিসিয়েন্সি লাভে সাজেশন (পরামর্শ বা উপদেশ) অথবা সলিউশন কিংবা সাকসেস - স্যাটিসফেকশান প্রত্যাশা করছেন - তাকে Mind Subject হিসেবে অতিবাহিত করা হচ্ছে।
এখন আপনি আপনি আপনার Mind Subject - এ কনসেনট্রেশানের সহিত ফোকাস করুন [এই ফোকাস প্রক্রিয়া মূলত মনোযোগী হওয়াকে বোঝানো হয়েছে - স্বভাবতই আমরা যেকোন বিষয়ে ভাবতে গেলে তাতে পারিপার্শ্বিক নানান অযাচিত ক্রিয়া প্রতিক্রিয়ায়মূলক সম্পর্কিত চেতনায় আবিষ্ট হই - এটা আমাদের Mind Subject এ নানাভাবে দুঃশ্চিত ও দূর্ভাবনাতে নেগেটিভ ইনআরশিয়াতে প্রভাবিত করে; তাই ফোকাস হওয়ার বিষয়টিতে প্রাথমিক গুরুত্ব আরোপ করা হচ্ছে]।