Brain Music Brain Music

এই প্রক্রিয়াটি কিছুটা জটিল ও যৌগিক এবং ব্যক্তিবিশেষ মানসিক অবস্থার প্রেক্ষাপটে বিভিন্নরূপ প্রতিক্রিয়ার লক্ষণ প্রকাশ পেতে পারে [ডিসক্লেইমার] - তবে আপনাকে সকল নেগেটিভিটি এড়িয়ে স্বার্থক ইউটিলাইজেশানে সফলতা লাভে প্রয়াসী হতে পারে। আপনি নিজেও হয়তো ভালো করে জানেন যে [ব্যক্তিমাত্রই এটি এক সহজাত বৈশিষ্ট্য] "অন্যরা আপনাকে যেভাবে দেখেন বা বুঝেন কিংবা মূল্যায়ন করেন অথবা সকলের সামনে আপনার যে পরিচয় বা পরিচিতিমূলক You (Reflection) আর অন্যদিকে আপনার ভেতরের আপনার উপলব্ধিমূলক আপন প্রতিকৃতি তথা Yourself (Realisation) - একই মানুষের ভেতর বাস করা দুটি ব্যক্তিত্ব (Personality)" - আপনার সফলতার সহিত স্বার্থকতা লাভে আপনার এই Yourself এর একটি Psychedelic ভাইবে Active এমন Figure তৈরী করতে হবে এবং তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে [প্রাণ প্রতিষ্ঠার বিষয়টি রূপকভাবে বিবৃত হলেও এটি এমন একটি ফ্যাক্ট যা আপনাকে সফলতা লাভে নিয়ত সহায়তার সহিত তাড়না যোগবে]। এখন ব্যক্তিমাত্রই তার ফিজিক্যাল প্রতিবিম্ব ইউনিক হবে এবং পছন্দ ও অপছন্দ হওয়ার বিষয়টি রিলেটিভ তাই আমরা সার্বজনীনতায় Imagination ক্রিয়াটি খানিক বাস্তবায়ন করার জাগ্রত প্রয়াসে "সাইকোলজি" এর ইউটিলাইজেশানে নিয়ন্ত্রণাধীন Multiple Personality এর নিয়ন্ত্রণীত অবতারণা করবো - যে আসলে Yourself এর প্রতিনিধিত্ব করবে; আপনি আপনার আপন মস্তিষ্কের মাঝেই আপনার পছন্দীয় এমন একটা অবয়ব কল্পনা করুন >>> যদিও এটা কেবলি কল্পনা তবুও সেই অবয়ব এর মাঝে আপন অবচেতন মনের আবেগের সঞ্চারণে প্রাণ প্রতিষ্ঠা করুন তথা জাগ্রত করুন [বিষয়টা জটিল মনে হতে পারে তাই উদাহরণ টানতে (শুধুমাত্র উপলব্ধির জন্য) বিশ্বাসগত ধর্মীয় চেতনায় সনতানী ধর্মে বিভিন্ন দেবতা বা দেবীয় প্রতিকৃতির প্রতি যে মানসিকতা কিংবা ইসলাম ধর্মে নবী এর রওজা মোবারক পরিদর্শন বা জিয়ারতে জাগ্রত মানসিকতা - ঠিক অনেকটা এমনই] >>> যদিও অবচেতনের নিয়ামকে প্রভাবিত হয়ে এরূপ কাল্পনিক অবয়বের অবস্থিতিগত স্থিতি তবুও এটা যেন সবসময়ই লজিক্যাল হয় - যা আপনাকে নিয়ত যুক্তিনির্ভর আবজার্ভেশানে এনলাইসিসে প্রলুব্ধ করবে সিদ্ধান্ত গ্রহনে এবং সেটার বাস্তব ইমপ্লিমেশানে >>> এই কল্পনার অবয়বে তৈরী অস্তিত্ব আপনাকে এমনভাবে আবেশিত করবে যেন "সফলতা লাভে সবর্দাই আপনাকে তাড়িত করবে যতোক্ষণ না অবধি আপনি পূর্ণভাবে স্যাটিসফাইড হতে পারছেন" >>> এটার সবিশেষ আরেকটি বৈশিষ্ট্য থাকবে যে "এটা কেবলি Verbal এক্টিভিটির জন্য Robotic হবে না বরং সকল দুঃখ, কষ্ট বা যাতনায় যেমনি আপনাকে নিয়ত বন্ধুর মতো সিমপ্যাথির সাথে সাথে মোটিভেশান যোগাবে তেমনি কখনো কখনো হয়তো কড়া শাসনে যে অনর্থ অবেগীয় ও অযৌক্তিক হেতুতে প্রলোভিত ক্রিয়া তাতে নিরুৎসাহিত করাবে"। বিঃদ্রঃ আচ্ছা আপনি চাইলে কল্পনার পরিবর্তে এমন আবয়ব এর মূর্তি তৈরী বা ফটো কিংবা চিত্র অথব বস্তু কিংবা কোন ব্যক্তি যে আপনার প্রিয়জন তেমনটাও আপনার কল্পনায় স্থিতিস্থাপক স্বরূপতা দিতে পারেন বৈকি (আপেক্ষিক)। সর্বোপরি এই Imagination প্রক্রিয়াতে যে Visualisation এর অবতারণা সেটি Optical না হয়ে অনেকটা Realizing প্রক্রিয়া আরকি! তবুও Visualisation এর Realizing প্রক্রিয়া হওয়া সত্ত্বেও আমাদের একটি Optical সিস্টেম আবশ্যক যেখানে Psychedelically এক ইফেক্ট আপনার মস্তিষ্কে ইমপ্যাক্টিভ উপায়ে ইফিসিয়েন্সি গেইন হয় - এটার জন্য আপনাকে প্রভাবিত করবে [আলোক সাইকোলজিক্যাল ক্রিয়া]।